নিউজিল্যান্ডের সাড়ে পাঁচশর জবাবে লড়ছে ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ

নটিংহ্যাম টেস্টে নিউজিল্যান্ড দুই সেঞ্চুরিতে ৫৫৩ রান তুলে অলআউট হয়েছে। পাহাড়সম এই রানের জবাব দিতে নেমে শনিবার দ্বিতীয় দিন বিকেলে ৬ রানের মাথায় ওপেনার জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। এরপর হাল ধরেন ওলি পোপ ও অ্যালেক্স লিস। দুজনের শতরানের জুটিতে ধীরে ধীরে কিউইদের সঙ্গে রানের ব্যবধান কমিয়ে আনছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিন এক উইকেটে ৯০ রান তুলে মাঠ ছাড়ে ইংলিশরা। পোপ ৫১ ও লিস ৩৪ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ সকালে দুজন দেখেশুনে শুরু করেন। এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিক দলের সংগ্রহ ছি ৪০ ওভারে এক উইকেটে ১৩৯ রান। পোপ ৭২ ও লিস ৬০ রানে ব্যাট করছিলেন। ইংলিশরা তখন পিছিয়ে ছিল ৪১৪ রানে। কিউইদের হয়ে একটি উইকেট নিয়েছেন পেসম্যান ট্রেন্ট বোল্ট।
এর আগে লর্ডসে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেল ১০৮ ও টম ব্লান্ডেল ৯৬ রান করে ইংল্যান্ডকে ২৭৭ রানের টার্গেট দিতে বড় ভূমিকা রাখেন। অবশ্য এরপরও হেরেছে নিউজিল্যান্ড। দুজনের ব্যাট হাসল নটিংহামেও। এবার ড্যারিল মিচেল করেছেন ১৯০ রান, আর ব্লান্ডেল ১০৬ রান। ১৬৯ রানে ডেভন কনওয়ে আউট হয়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে দুজন ৪০৮ বল খেলে ২৩৬ রান বোর্ডে যোগ করেন। তাতে দলের সংগ্রহও পাঁচশ ছাড়িয়ে যায়।
ব্লান্ডেল আউট হয়ে যাওয়ার পর মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে আরো ৯১ রানের একটি জুটি গড়ে দলের সংগ্রহ বড় করেন মিচেল। ৩১৮ বলে ২৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১৯০ রান করেন তিনি। ব্লান্ডেল ১০৬ রান করেন ১৯৮ বলের মোকাবেলায়, তিনি ইনিংসটি সাজান ১৪ বাউন্ডারিতে। এছাড়া ব্রেসওয়েল ৪৯, উইল ইয়াং ৪৭ ও কনওয়ে ৪৬ রান করেন।
জেমস অ্যান্ডারসন তিনটি এবং স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও জ্যাক লিচ দুটি করে উইকেট নেন।
জনতার আওয়াজ/আ আ
