নিজেদের রক্ষা করবে বলে হুঁশিয়ারি দিল ইরান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

নিজেদের রক্ষা করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার ইসরায়েলের হামলায় চার সেনা নিহত হওয়ার পর এই সতর্কতা দেওয়া হয়। হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েল হামলার পর ইরানকে সতর্ক করে জানিয়েছে, তাদের চড়া মূল্য দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য তেহরানকে সহিংসতা না বাড়ানোর পরামর্শ দিয়েছে।
গতকাল ভোরে হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি আশা করেন, এটি হবে শেষ হামলা। তিনি আরও বলেন, ইসরায়েল সামরিক লক্ষ্যবস্তু ছাড়া অন্য কোথাও হামলা করেনি। ইউরোপীয় ইউনিয়ন সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে আহ্বান জানিয়েছে।
রাশিয়া পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে দুই পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইরান জানিয়েছে, আত্মরক্ষা করা তাদের অধিকার এবং কর্তব্য। এরই মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাঁচটি আবাসিক এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যা ইরানের মিত্র হিসেবে পরিচিত।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতকাল সীমান্ত পেরিয়ে ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলে ১২টির বেশি স্থান থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীও বৈরুতের দক্ষিণাঞ্চলে দুটি এলাকায় একই সতর্কতা জারি করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি আজ রোববার ভোরে জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে।
জনতার আওয়াজ/আ আ
