নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নিবার্চন বিএনপি করবে না – জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪১, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নিবার্চন বিএনপি করবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় বিএনপি নিবার্হী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মাশার্ল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন এই অপদার্থ সরকারের নতজানু কোমর ভাঙ্গা নিবার্চন কমিশন দিয়ে দেশে কোনো সুষ্ঠু ভোট হওয়ার সম্ভবনা নেই।

শনিবার (১৮) মার্চ বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে মহানগর বিএনপির আয়োজনে মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি একটি নিবার্চনমুখী দল বিএনপি নিবার্চন করবে দেশ ও জনগণের মুক্তির জন্য তার আগে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকমীর্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহার করাসহ ইভিএম বাক্স বাতিল করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নিবার্চন বিএনপি করবে না। আর কাউকে করতে দেয়া হবে না এবার।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেশ এখন দুনীর্তির মহা উৎসবে পরিণত হয়েছে। এই অবৈধ নিশি রাতের সরকার বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুনীর্তির মাধ্যমে বিদেশ পাচার করেছে এর বিচার দেশের মাঠিতে জনগণ ভোটের মাধ্যমে করবে।’

সরকারের অগ্রাসী দুনীর্তির বিরুদ্ধে প্রতিবাদ ও কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বরিশালের সমাবেশে এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ—সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ—সাংগঠনিক সম্পাদক মাহবুবকুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি নিবার্হী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ইঞ্জিনিয়র আব্দুস সোবহান, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সাবেক বরিশাল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, কেন্দ্রীয় যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন দুলাল, কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নু, বরিশাল মহানগর বিএনপি মহিলা দল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, জাসাস মহানগর আহবায়ক মীর আদনান তুহিন, কেন্দ্রীয় যুবদল বরিশাল বিভাগীয় সহ—সভাপতি ও জেলা দক্ষিণ যুবদল সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদল বরিশাল বিভাগ সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন,বরিশাল মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাজহারুল ইসলাম জাহান,বরিশোল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ প্রমুখ।

এর আগে সকাল থেকে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে নেতা কমীর্রা বিভিন্ন ব্যানার প্লেকার্ড ও ফেস্টুন মিছিল সহকারে বিএনপি দলীয় কার্যলয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুহু মুহু শ্লোগান দিয়ে অংশ গ্রহন করে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com