নির্বাচন নিয়ে এত তালবাহানার কোন দরকার নেই: ফারুক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন নিয়ে এত তালবাহানার কোন দরকার নেই: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন নিয়ে এত তালবাহানার কোন দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি এ কথা বলেন। খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন এই স্মরণ সভার আয়োজন করে।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে তো ১৮ তলা পর্যন্ত হাঁটিয়ে উঠিয়েছে হাসিনা। আপনিও তো বলেছেন ‘হাসিনা ফ্যাসিস্ট[’। কিন্তু, ফ্যাসিস্টকে রুখতে এই মূহুর্তে প্রয়োজন ঐক্য। আপনি বলেছেন, আপনি যখন সকল দলকে একসাথে দেখেন তখন আপনার নাকি সাহস বেড়ে যায়। আর যখন একা হয়ে যান, তখন নাকি নিরাশ হয়ে যান। নিরাশ হওয়ার কিছু নেই। আ.লীগ ছাড়া সবাই তো আপনার সাথে আছে। শক্ত হাতে এখন একটি নির্বাচন দেন। সময়ক্ষেপণ করার কোন দরকার নেই।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা আর কতবার ড. ইউনূসকে নির্বাচনের কথা বলবো? দল হবে, কিংস পার্টি হবে, আরও নতুন দল হবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনি (ড. ইউনূস) বিশ্ব দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনি কারও কথায় কান না দিয়ে স্পষ্টভাবে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন।

তিনি বলেন, সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে। আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে সুফল পেয়েছি, সেটিকে ধরে রাখতে হলে প্রয়োজন নির্বাচন। এত তালবাহানা করার তো কোন দরকার নেই।

খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ও ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। এছাড়া খোন্দকার দেলোয়ার হোসেনের অন্যান্য সন্তানরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ