নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারত-রাশিয়া সম্পর্ক নষ্টের চেষ্টায় যুক্তরাষ্ট্র: রুশ রাষ্ট্রদূত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারত-রাশিয়া সম্পর্ক নষ্টের চেষ্টায় যুক্তরাষ্ট্র: রুশ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারত-রাশিয়ার মধ্যেকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই রাশিয়া ভারতের ভরসাযোগ্য ও আস্থাভাজন বন্ধু হলেও নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে দূরত্ব তৈরির জন্য ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন। যদিও রাশিয়ার রাষ্ট্রদূতের এমন মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি নিউজ এজেন্সিতে প্রকাশিত ডেনিসের সাক্ষাৎকার উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়ঃ ‘ভরসাযোগ্য, আন্তরিক, শুভাকাঙ্খী এবং দীর্ঘদিনের বন্ধু হিসেবে ভারতে খ্যাতি আছে রাশিয়ার। ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, তার কারণেই মূলত এমন ভাবমূর্তি তৈরি হয়েছে। যে ভাবমূর্তি এখনও আছে।’

কিন্তু, যুক্তরাষ্ট্র সেই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে- এমন অভিযোগ করে রাশিয়ার দূত বলেছেন, ‘যে মার্কিন কর্মকর্তারা এখানে আসেন, তারা একেবারে সরাসরি এটা বলতে কুণ্ঠাবোধ করেন না যে তারা নয়াদিল্লিকে মস্কোর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন। পরোক্ষভাবে নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিতেও পেছপা হচ্ছেন না তারা।’

এইখানেই থেমে থাকেননি রাশিয়ার দূত। তিনি বলেন, ‘কোনও কোনও ভারতীয় সহযোগীকে সতর্কভাবে চলতে হচ্ছে। সত্যি কথা বলতে কখনও কখনও সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেকেই আছে, যাদের কাছে এরকম আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।’

রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেন, ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র ক্রমশ প্রশস্ত হচ্ছে।

কিন্তু, অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ভারত বা রাশিয়া একে অপরের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। তারা সর্বদা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছে। তাই দু’দেশই হাতে হাত মিলিয়ে কাজ করে এসেছে। যে প্রবণতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com