পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৩, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ

 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা শহরের হোটেল আল কায়সারের পেছনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা করে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।

বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় এই হামলার ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত ছিলেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, ‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ