পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে এবার গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিনামূল্যের নতুন বইগুলোতে জুলাই মাসের সাম্প্রতিক অভ্যুত্থানের প্রভাব হিসেবে গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি যুক্ত হবে। একই সঙ্গে বইয়ের প্রচ্ছদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি সরিয়ে দেওয়া হচ্ছে, এবং কিছু ইতিহাসভিত্তিক বিষয় সংশোধন করা হবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে।
তবে বছর শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। মুদ্রণকারীদের মতে, তারা এখনো সব পাণ্ডুলিপি হাতে পাননি এবং ঋণ সংগ্রহে জটিলতার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বই ছাপানো চ্যালেঞ্জিং হতে পারে। এনসিটিবি অবশ্য এ মাসের মধ্যেই পাণ্ডুলিপির সিডি প্রস্তুত করে মুদ্রণকারীদের হাতে তুলে দিতে আশাবাদী।
বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু থাকলেও চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে আগের শিক্ষাক্রম ফিরিয়ে আনা হয়েছে। অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত করতে বাংলা, ইতিহাস, এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের কিছু অংশে গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি যুক্ত করা হবে। এনসিটিবি আশা করছে, সব ঠিক থাকলে বছরের শুরুতেই বই বিতরণ সম্ভব হবে।
জনতার আওয়াজ/আ আ
