পাবিপ্রবি প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৮, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবিপ্রবি প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের কার্যালয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুল-আওয়াল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল বলেন, ‘যারা সমাজে সততার সাথে কাজ করে মানুষ তাদের মন থেকে সম্মান করেন। গত ১৬ বছরের যারা ভালো সাংবাদিকতা করেছে তারা মানুষের ভালোবাসা পাচ্ছে। তোমাদের লোভ-লালসা থেকে দূরে থাকতে হবে। জাতির জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। পাবনার সমস্যা নিয়ে কাজ করা এবং পাবনাকে এগিয়ে নিতে হবে।’

পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, ‘সাংবাদিকতা পেশা মানে এই নয় যে আমরা সকালে বের হবো বিকেলে পকেটভর্তি টাকা নিয়ে ঘরে ফিরব। এটা ত্যাগের পেশা, সেবার পেশা। এই পেশাজীবি হতে গেলে পয়সা লোভী হওয়া যাবেনা, অর্থের চিন্তা করা যাবেনা। সাংবাদিকদের সম্মান, মর্যাদা, বিবেক, দায়িত্ববোধ সবকিছু মিলিয়ে কাজ করে যেতে হবে।’

সভাপতির বক্তব্যে পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পাবিপ্রবি প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করে আসছে। আমরা আমাদের এই পথচলায় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি মানুষের সহযোগিতা পেয়েছি সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আগামীদিনে বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই।’

এ সময় আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী, সহকারী পরিচালক মো. বাবুল হোসেন, বৈশাখী টিভির পাবনা প্রতিনিধি মিজানুর রহমান সহ পাবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ