পুর্ণাঙ্গ লড়াই ছাড়া সরকারকে সরানো যাবে না: আলাল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুর্ণাঙ্গ লড়াই ছাড়া সরকারকে সরানো যাবে না: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনার মাধ্যমে রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে একটা মূল্যায়ন করে এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথ রেখা তৈরি করা দরকার। কারণ একটা পুর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে সরানো যাবে না।

শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে নবীন দলের উদ্যোগে’ ৬ জুলাই ২০১১ সালে সংসদ ভবনের সামনে তৎকালীন সময়ে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এর উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনার মাধ্যমে রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে একটা মূল্যায়ন করে এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথ রেখা তৈরি করা দরকার বলে আমি মনে করি। কারণ এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় রয়েছে এখানে, অগ্রবতি দল থাকতে হবে, আর্টিলারি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টিম থাকতে হবে। কারণ একটা পুর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে সরানো যাবে না। এই সরকার এত চতুর, এত চোরের সমাবেশ ঘটিয়েছে যে একটি সচিন্তিত পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

২৮ অক্টোবর মতো আমরা যেমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম সে রকম টা যেন না হই।

আলাল বলেন, সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে আঘাত করা হয়নি, করা হয়েছে জাতীয় সংসদে। ফারুককে যারা আঘাত করেছিল তাদেরকে পরবর্তীতে পদোন্নতি দিয়ে পুরষ্কার করা হয়েছিল। সেদিন আঘাত করা হয়েছিল আজও সংসদকে এই সরকার আজকে জাতীয় সংসদকে গোপাল ভাড়ে পরিণত করেছে। সংসদ হচ্ছে সবচেয়ে আবেগের জায়গা। সেই জায়গাটাকে কলঙ্কিত করা হয়েছে। কারণ এর আগেও এ ধরনের ঘটনা ঘটেনি এরপরেও এ ধরনের ঘটনা ঘটেনি। যারা তাকে পিটিয়েছে পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করেছে। কত জঘন্য মন মানসিকতা এ সরকারের, এরকম একটা রাজ্যে আমরা বসবাস করি।

তিনি বলেন, মইনুল রোডের বাসা থেকে বেগম খালেদা জিয়াকে উৎখাত করা হলো, বিএনপি কেন যেন সেই দিনটার কথা ভুলে গেছে। বিএনপি কেন যেন ভুলে গেছে মালিবাগের সেই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। যেদিন পাঁচজন মানুষ নিহত হয়েছিল আমাদের মহিলা দলের এক নেত্রীসহ এবং আমাদের অনেকের বুকে বুলেট বয়ে বেড়াচ্ছি। বিএনপির আরো অনেক কিছুই পালন করা উচিত। কিন্তু আমরা করি না। এটা যদি আওয়ামী লীগের হতো তাহলে তারা ক্ষণে ক্ষণে মানুষকে মনে করিয়ে দিত।

শিক্ষকদের আন্দোলন সম্পর্কে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আজকে কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষকদের আন্দোলনে বিএনপিকে আরও সুচিন্তিত করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এদেরকে সরকার যদি কিছু ছাড় দেয় তাহলে আন্দোলন থেমে যাবে এই বাস্তবতা টা বুঝে আমাদের অগ্রসর হতে হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এরা (আওয়ামী লীগ) বড় বড় চোরদেরকে একত্রিত করে সমাবেশ করেছে। এরা শক্তিশালী, এরা কৃত্রিমভাবে সমস্যা সৃষ্টি করে। আবার তার সমাধান করে কৃতিত্ব নিতে চায়।

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী যে ধরনের কথা বলেছেন। প্রতিটি কথার উত্তর আছে। প্রতিটি কুকর্মের বিচারও আছে। প্রতিটি ঘটনার বিচার হবে। কার কতটুকু দায় বিএনপি কখনো ক্ষমতায় আসলে তার ন্যায় বিচার করা হবে।

আয়োজক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির তালুকদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, শেখ শামিম, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ