পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের টিয়ার সেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
নিউজ ডেস্ক
টানা চতুর্থ দিনের মতো চলা মিরপুরের পোশাক শ্রমিকদের আন্দোলনে টিয়ার সেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের ধাওয়ায় পিছু হটে শ্রমিকরা। এ ঘটনায় এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) মিরপুর-১১ নম্বরে পুরবী সিনেমা হলের সামনে সিনেমা হলের সামনে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় এই ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন বলেন, আন্দোলনরত শ্রমিকরা আশপাশের স্থাপনায় ভাঙচুর চালিয়ে জনগনের সম্পদ বিনষ্ট করার চেষ্টা করছিল৷ তাই তাদের ডিসপার্স করা হয়েছে। এখন অব্দি কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে বুধবারও শ্রমিকেরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।