প্রকাশ পেলো অমি-শিরিন শিলা'র 'তোরে এক দেখাতে মনে ধরেছে' - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০৪, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রকাশ পেলো অমি-শিরিন শিলা’র ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ভালোবাসা দিবস মানেই যুগলদের বাড়তি আকর্ষণ। এই দিনটাকে ঘিরে থাকে নানান জল্পনা কল্পনা। এছাড়া বিশেষ দিন হওয়ায় অলিগলিতে দেখা যায় ফুলের সমাহার এবং প্রেমিক-প্রেমিকাদের খুনসুটি। আর সেই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গতকাল (২৫জানুয়ারি) ‘এমকে মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় নতুন মিউজিক ভিডিও ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’।

মিউজিক ভিডিওটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। সালাউদ্দিন সাগরের কথা ও এ এন ফরহাদের সংগীত আয়োজনে গানে কন্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। নৃত্য পরিচালনা করেছেন চলচ্চিত্র নৃত্য পরিচালক হাবিব রহমান।

মিউজিক ভিডিও মুক্তি উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা, কণ্ঠশিল্পী সৈয়দ অমি, সংগীত পরিচালক এ এন ফরহাদ, সম্পাদক এসএম তুষার, চিত্রগ্রাহক সিউল বাবু, গীতিকার সালাউদ্দিন সাগর ও নির্মাতা সেলিম রেজা সহ অনেকে।

চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আমি আনন্দিত। আর এই আনন্দের মাত্রা আরো বাড়বে যখন দর্শক এটি উপভোগ করবে।

কন্ঠশিল্পী ও অভিনেতা সৈয়দ অমি বলেন, ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ গানটি আমার অতি পছন্দের একটি গান। গানটির টিউন আগে রেডি করা ছিল। একদিন যখন সেলিম ভাইকে শোনাই তিনি খুব পছন্দ করেন।তৎক্ষণাৎ বলেন এই গানটি নিয়ে আমি কাজ করবো।আমার বিশ্বাস আমার অন্যান্য গানের মতোই দর্শক শ্রোতা এটি পছন্দ করবে। আর প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছে চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে ‘দুই চাকার সাইকেল’ গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল। পরে ‘পরী পাইছিরে’ গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল। আশাকরি ‘তোর দেখাতে মন ধরেছে’ গানটিও হিট হবে এবং সবার ভালো লাগবে।

মিউজিক ভিডিওটি নিয়ে তরুণ নির্মাতা সেলিম রেজা বলেন, অসম্ভব সুন্দর কথা মালা এবং সুরের একটি গান, সিনেমাটিক ভাবে চিত্রায়ণ করেছি। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ