প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করায় বিএনপির নিন্দা ওবায়দুল কাদেরের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করায় বিএনপির নিন্দা ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির ‘মিথ্যাচারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন,‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগ বদ্ধপরিকর। বিএনপি নিজেকে গণতন্ত্রপন্থী শক্তি বলে দাবি করলেও সংক্ষেপে এটি গণতন্ত্রবিরোধী ও রাষ্ট্রবিরোধী শক্তি।’

‘এ কারণেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে তাদের প্রধান শত্রু মনে করে বিএনপি। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি বলেন,‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির প্রধান অস্ত্র সন্ত্রাসবাদ। এখন তারা তথাকথিত নিয়মতান্ত্রিক আন্দোলনের ছদ্মবেশে আবার সন্ত্রাসবাদের আশ্রয় নিয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে মিথ্যাচার করে রাজনৈতিক সুবিধা অর্জনের কোনো সুযোগ নেই। শেখ হাসিনার অর্জন ও অবদান অস্বীকার করার উপায় নেই। মিথ্যাচার, হত্যা-সন্ত্রাস-নৈরাজ্য-নাশকতা ও ধ্বংসাত্মক রাজনীতির পথ পরিহার করার জন্য আমরা বরাবরের মতো বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি।’

সূত্র : ইউএনবি

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ