প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর নাটকের অংশ: কায়সার কামাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৩, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর নাটকের অংশ: কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, প্রধান বিচারপতির বাসভবনে কথিত ভাঙচুরের ঘটনাটি নাটকের অংশ। যেন বিএনপি নেতাকর্মীরা বিচার বিভাগ থেকে ন্যায়বিচার না পান।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

কায়সার কামাল বলেন, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ বানচাল করতে কাকরাইল মোড়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পুলিশ আক্রমণ করে। তাদের সঙ্গে যোগ হয় আওয়ামী লীগের পাল্টা সমাবেশে লগি-বৈঠা নিয়ে আসা আওয়ামী ক্যাডাররা। পুলিশ বাহিনী সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে গুলি, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিএনপির আইনজীবী এ নেতা অভিযোগ করে বলেন, পুলিশ-আওয়ামী লীগের যৌথ হামলায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। ওই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, বিএনপি মহাসচিবসহ অন্য নেতাদের গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া, বিএনপি অফিসকে তালাবদ্ধ করে রাখা– এ সবই বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীলনকশারই অংশ। যাতে বিএনপি এই সরকারের বিরুদ্ধে চলমান ‘এক দফার আন্দোলন’ থেকে বিচ্যুত হয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাদের অবিলম্বে মুক্তি ও দায়ের হওয়া ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুব্রত চৌধুরী, সৈয়দ মামুন মাহবুব, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ