প্রাণেশ্বর : জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ
সৌর বলয়ে ঘুরছে মেদিনী- একটু নয় বাঁকা
ঘুরছে এই মানব চক্র- গাণিতিক সুত্রে আঁকা,
প্রতিটি প্রাণ বুনে- সৃষ্টির নতুন নকশি কাঁথা
একক তাঁতির বুনন, একেক গাঁথুনিতে গাঁথা
প্রাণের প্রাণেশ্বর- করে অগনন- রূপ ধারণ
দেহে দেহে তিনিই করেন- ধরাসন নির্ধারণ,
খেলারাম খেলছেন দেহে করে প্রাণ বিতরণ
নশ্বর শরীর নিয়ে- ভুলি আমরা ধ্রুব মরণ।
মনকে করেছে স্বাধীন- দেহধারীর ইচ্ছাধীন
তাইতো সুরের সুরলহরী তুলে- বাজাচ্ছি বিন,
প্রাণের অধিপতি- নিবেই প্রাণধারীর হিসাব
নিষিদ্ধ পথে হেঁটেহেঁটে যতই এড়াই কিতাব।
স্রষ্টার সৃষ্টি জগতে- সৃষ্টির আছে মহা রহস্য
ভাবুকমনা ভাবুকেরা- বুঝেন তার উদ্দেশ্য।