প্রায়শ্চিত্ত : শহীদুল্লাহ ফরায়জী – জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৭, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রায়শ্চিত্ত : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৩:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৩:০৯ পূর্বাহ্ণ

 

আমি রাস্তায় হেঁটে যাচ্ছি-
মা’র সমকক্ষ নারী
উচ্চস্বরে বলছেন,
‘বাজান ও বাজান
ক্ষুধায় শ্যাষ হইয়া যাইতেছি
একটু ফিরা দ্যাখেন’।

তবু একবারও ফিরে তাকাইনি,
বিচক্ষণ বুদ্ধিজীবীর মতো
যেন শুনতে পাইনি,
নীচতা হীনতার
সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছি।

যারা নিঃস্ব, সর্বহারা, সর্বস্বান্ত,
তাদের বেদনা, কণ্ঠস্বর,
কোনদিন শুনতে পাইনি,
দুঃখ-বিপর্যয়ে বিপন্নদের
আকুল আর্তনাদ শুনে
ভীতসন্ত্রস্ত জন্তুর মতো
নিরাপদে আত্মগোপন করি,
তবুও অদ্ভুত চেতনা নিয়ে
ধর্মের কথা বলি-
কী অভিশপ্ত আমি!

অর্থ, বিত্ত, খ্যাতির কাছে
সেই কবে আত্মা বিক্রি ক’রে
অকারণে নিষ্ঠুর হয়েছি,
কঠোর হয়েছি পাথরের মতো।
তবু প্রেম বিগলিত অন্তরে
আত্মপ্রশংসা করে যাচ্ছি-
যেন জমিনের উপর
আমি অন্যতম নিদর্শন!

জীবন ও জগতে
কী কুৎসিত ভয়ঙ্কর আমি,
পাপের গুরুভারে তলিয়ে গেছি
তবু প্রায়শ্চিত্ত হয় না।

faraizees@gmail.com

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ