প্রেমতলা সুরেশ্বরী খানকা শরীফে ওরস মাহফিল করার দাবীতে ”সংবাদ সম্মেলন” - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৬, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেমতলা সুরেশ্বরী খানকা শরীফে ওরস মাহফিল করার দাবীতে ”সংবাদ সম্মেলন”

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া প্রেমতলা সুরেশ্বরী খানকা শরীফের সমর্থনে প্রতি বছরের ন্যায় এবার ও প্রেমতলা আবদুল আলীম সুরেশ্বরীর বাড়িতে ৩৫তম ওরস মাহফিল করার দাবীতে আজ রোববার সকাল ১০টায় এক স”সংবাদ সম্মেলন” এর আয়োেজন করা হয়। আবদুল আলীম সুরেশ্বরীর আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবদুল আলীম সুরেশ্বরী,সেলিম মাদবর,আল ইসলাম সরদার, ফারুক হাচান, জান শরীফ ঢালি, তাপস সুরেশ্বরী । এ সময় তার অন্যান্য ভক্ত ও মুরীদান গন উস্থিত ছিলেন। আবদুল আলীম সুরেশ্বরীর দাবী দীর্ঘ ৩৫ বছর যাবত বাঘিয়া প্রেমতলা খানকা শরীফের উদ্্েযাগে আবদুল আলীম সুরেশ্বরীর বাড়িতে ওরস ও মাহফিল হয়ে আসছে। হঠাৎ করে কতিপয় ইসলাম পন্থি খেলাফত মজলিসের লোকজন মাইকিং করে ওরস ও মাহফিল বন্দের দাবী জানায়। এতে সুরেশ্বরী ভক্তদের মধ্যে উত্তেজনান সৃষ্টি হয়। ফলে প্রশাসনের পক্ষথেকে আইন শৃংখলা বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে তাৎক্ষনিক মাহফিল স্থগিত রাখার নির্দেশ দেয়। তিনি বলেন যেকোন শর্তে সুরেশ্বরী ভক্তরা এখানে পূর্বের ন্যায় ওরস মাহফিল করতে চান। তারা বলেন এখানে কোন রকম অসামাজি বা ইসলাম পন্থি কোন কাজ হয়না । ভবিষ্যতে ও হবে না। তাই এবার ওরস মাহফিল করার অনুমতির জন্য সরকার সহ প্রশাসনের নিকট জোর দাবী জানায়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ