ফেনী জেলা বিএনপি, হাজারো কর্মী গড়ার কারিগর, নজরুল ইসলাম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফেনী জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সাবেক প্রচার সম্পাদক ফেনী জেলা বিএনপি, হাজারো কর্মী গড়ার কারিগর, নজরুল ইসলাম চৌধুরী নজরুল ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সত্যিকারের দলের জন্য এক নিবেদিত প্রাণ। এবং এখনো নিরলস ভাবে দলের জন্য উনি কাজ করে যাচ্ছেন । উনার সাথে যেটুকু মিশার সময় আমি পেয়েছি সত্যি ওনার রাজনৈতিক দক্ষতা প্রজ্ঞা দূরদর্শিতার প্রশংসা না করার উপায় নেই। দুঃখজনক হলেও সত্যি এই নজরুল ভাই”কে ফেনী জেলা জাতীয়তাবাদী দলের কোথাও ওনাকে মূল্যায়ন করা হলো না। দলের একটা সদস্য পদ দিয়ে হলেও উনাকে মূল্যায়ন করা যেত। কিন্তু সেটিও নেই! তৃণমূলের একজন কর্মী হিসেবে সত্যি ই আমরা ব্যথিত হই… ! নজরুল ভাইদের মত এমন অনেক নজরুল ভাই রয়েছে সারা বাংলাদেশের জানিনা দল তাদের মূল্যায়ন করবে কিনা ???

মোহাম্মদ জাহিদুল ইসলামের ফেইস বুক থেকে
জনতার আওয়াজ/আ আ
