বগুড়ায় সৌদি বাদশার খাদ্য ঝুড়ির উপহার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৪, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় সৌদি বাদশার খাদ্য ঝুড়ির উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি

সৌদি বাদশা সালমানের ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে ও সুনবুলাহ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আয়োজনে বগুড়ায় ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় শহরের মালতিনগর হাইস্কুল মাঠে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জামিলুর রহমান, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, সুলতান আহম্মেদ, আইনুল হক পলাশ, মাসুদ রানা মাসুদ, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, তিমির কান্তি রঞ্জন, পলোক চন্দ্র মোহন্ত, আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে সিপার আল বখতিয়ার বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। সেই থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃতিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য চলমান রেখেছেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ