বঙ্গবন্ধুকে কটূক্তি করায় প্রবাসীর বাড়িতে পুলিশের হানা ও তল্লাশি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ

আব্দুল হামিদ খান সুমেদ:-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী,আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও দেশবিরোধী কর্মকাণ্ডের অপবাদে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলবীবাজার জেলার বড়লেখা পৌরসভার ২নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আরশাদ আলীর বাড়িতে সম্প্রতি বাংলাদেশ পুলিশের এক দল হানা ও তল্লাশি করে।
এ সময় পুলিশ সদস্যবৃন্দ মোঃ আরশাদ আলীকে খোঁজার নামে তার বাড়িতে ব্যাপক তল্লাশি করে এবং আরশাদ আলীকে না পেয়ে তার গর্ভধারিনী বৃদ্ধ মাতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ উনার সাথে অনেক দুর্ব্যবহার করে।
জনতার আওয়াজ/আ আ
