বরিশালে অবরোধের দ্বিতীয় দিনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪২, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে অবরোধের দ্বিতীয় দিনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধ সফল করতে দ্বিতীয় দিনে বরিশালে ঝটিকা মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এ সময় তারা সড়কের ওপরে টায়ারে অগ্নি সংযোগ ঘটিয়ে বিক্ষোভ করেন।

এছাড়া সকালে সদর উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

অপরদিকে গেলো রাতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে বিক্ষোভ করে নেতাকর্মীরা।

এদিকে আকস্মিক মিছিল ও অবরোধের চেষ্টার বাহিরে স্বাভাবিক দিন পাড় করছেন বরিশালবাসী। সকাল থেকে নগরের অভ্যন্তরে সকল ধরনের থ্রি হুইলারসহ গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী থেকে আভ্যন্তরীন এবং দূরপাল্লার রুটের সব বাস চলাচল করছে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও।

আর অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি সড়কগুলোতে। ব্যবসা, বাণিজ্য, আদালত, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেউ অপ্রিতীকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিন) মো. ফয়জুল করিম।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ