বর্তমান পরিস্থিতি স্বৈরাচারকে মজলুম হিসেবে উপস্থাপনের সুযোগ দেবে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫১, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান পরিস্থিতি স্বৈরাচারকে মজলুম হিসেবে উপস্থাপনের সুযোগ দেবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গুলশান বিএনপির চেয়ারপাসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির নেতারা জানান, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে দেশের যেমন ক্ষতি হবে, তেমনি বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। একইসঙ্গে পতিত স্বৈরাচারও বহির্বিশ্বে নিজেকে মজলুম হিসেবে উপস্থানের সুযোগ পাবে।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলটির স্থায়ী একাধিক নেতা বলছেন, বৈঠকে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান ও সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনা কেন হঠাৎ করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে এবং তার উদ্দেশ্য কি- তা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে সন্দেহে প্রকাশ করেছে।

বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা পোস্টকে বলেন, “এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।”

নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “নৈরাজ্য করে দেশের কোনও লাভ হবে না। এটা দেশের জন্য ক্ষতিকারক।”

এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, “এটা যদি আগস্টের ৫ থেকে ৮ তারিখের মধ্যেও হতো তাহলে অন্য কথা ছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। কিন্তু ৬ মাস পরে এসে এই ধরনের ঘটনা কাম্য নয়। যখন দেশে একটা সরকার আছে। মোটামুটি একটি স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। সেই সময় এ ধরনের ঘটনা ঠেকাতে না পারা সরকারের ব্যর্থতার পরিচয় বহন করে। এই ঘটনায় সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষতি হয়েছে।”

বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র বলছেন, বিএনপি শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে সব সময় সহযোগিতা করে আসছে। এখন আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। সেই বার্তা সরকারকে দেওয়া হয়েছে। তবে, সরকারকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর হতে হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন অংশ নেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ