বলিউডের আইটেম গার্ল মালাইকার জন্য হট্টগোল! – জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১১, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বলিউডের আইটেম গার্ল মালাইকার জন্য হট্টগোল!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

 

বলিউডের আইটেম গার্ল মালাইকা আরোরা। তার সঙ্গে একটি সেলফির অপেক্ষায় থাকেন অগণিত ভক্ত৷ তবে সম্প্রতি এক ভক্তের সেলফির আবদার মেটাতে গিয়েই তাল কাটল। সেলফি তুলতে আসা এক ভক্তের আচরণে অস্বস্তিতে পড়ে যান বলিপাড়ার ‘মুন্নি’। ঘটনাটি ঘটেছে মুম্বাই বিমানবন্দরে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিমানবন্দরে দেখা গেল মালাইকাকে। পরণে ছিল কালো ক্রপ টপ, ব্লু ডেনিম চোখে কালো চশমা৷ এয়ারপোর্টে মালাইকাকে দেখতে পেয়েই ঘিরে ধরেন একদল ভক্ত৷ রীতিমতো ভিড় জমতে শুরু করে তাকে ঘিরে৷ কয়েকজনের আবদার মিটিয়ে তাদের সঙ্গে সেলফিও তোলেন মালাইক।

কিন্তু এরপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ সেলফির আবদার মেটাতে গিয়ে মালাইকার অনেকটাই কাছে চলে আসেন এক ভক্ত৷ অস্বস্তিতে পড়ে যান অর্জুন কাপুরের বান্ধবী৷ তাকে ‘আরাম সে’ বা ‘সামলে’ বলতে শোনা যায় তাকে।

পাপারাৎজিরা পোস্ট করার পর থেকেই চর্চায় সেই ভিডিও৷ তবে, বেশিরভাগ ক্ষেত্রেই মালাইকাকে সমর্থন করেছেন অনেকে৷ একজন মন্তব্য করেছেন, চারপাশে চারজন পুরুষ। তাও এত কাছাকাছি, আমি সে হলে খুব ভয় পেতাম।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com