বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে যায় বাঁচা-মরার। হারলেই বিদায়, এমন সমিকরণে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২৩৬ রানেই থেমে গেছে বাংলাদেশ। এদিন শুরুতে ভালো করলেও শেষদিকে একেরপর এক উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলেন টাইগার ব্যাটাররা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠেয় এই ম্যাচে নিউজিল্যান্ডকে সেমিতে যেতে ২৩৭ রান করতে হবে।

এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তামিম। নবম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ২৪ বলে ২৪ রান করেন এই তরুণ ব্যাটার। অধিনায়ক শান্তকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লে ৫৮ রান তুলতে পারে বাংলাদেশ। তবে পাওয়ার প্লের পর মিরাজ ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন।

টাইগারদের মিডল অর্ডারে আশা-ভরসার প্রতীক তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম এদিন চরমভাবে ব্যর্থ হন। ৭ রান করে হৃদয় আউট হওয়ার পর ২ রান করে তার পথ ধরেন মুশফিক। এতে দলীয় ১০৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন শান্ত।

মুশফিক-হৃদয় দ্রুত ফেরার পর বড় দায়িত্ব ছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। এমন পরিস্থিতি থেকে দলকে অনেকবার রক্ষা করা এই ব্যাটার এবার আর পারলেন না। ধৈর্য হারিয়ে ২৭তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে হের ফের হওয়ায় বল চলে যায় শর্ট থার্ডম্যানে। সেখানে দাঁড়িয়ে থাকা ও’রুর্ক সহজ সুযোগ হাতছাড়া করেননি। ৪ রান করে মাহমুদউল্লাহ সাজঘরে ফেরায় বিপদে পড়ে বাংলাদেশ।

তানজিদ তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন শান্ত। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফল তিনি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে প্রতিরোধ গড়েন তিনি। তাতে ৭১ বলে ফিফটি স্পর্শ করেন। এরপরও দেখে-শুনে খেলছিলেন। তবে ৩৮তম ওভারে ও’রুর্ককে পুল করতে টাইমিং না হওয়ায় বল সোজা উপরে ওঠে যায়। ব্রেসওয়েলের হাতে ধরা পড়ার আগে ১১০ বলে ৭৭ রান করেছেন শান্ত।

আট নম্বরে ব্যাট করতে এসে পাল্টা আক্রমণ করেন রিশাদ হোসেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ২ চার আর এক ছক্কায় ২৫ বলে করেছেন ২৬ রান। এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে ফিনিশিংয়ের চেষ্টা করেন জাকের আলি। তবে ভাগ্য তার সহায় হয়নি। রান আউটে কাটা পড়ে সাজঘরে ফেরার আগে ৪৫ রান এসেছে তার ব্যাট থেকে। ১০ রান করে তাসকিন ফিরলে ৯ উইকেটে ২৩৬ রানে থেমে যায় বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ