বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল অবস্থায় ব্রিটিশ সরকার গভীর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৭, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৭, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

আব্দুল হামিদ খান সুমেদ:-বাংলাদেশে চলমান সর্বস্থরের শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলন প্রতিহত করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থী সহ আন্দোলনরত সর্বস্থারের জনগণকে সরকার কর্তৃক নৃশংস হত্যা ও গনহারে নির্যাতন,গ্রেফতার ও হুমকির বিষয়ে ব্রিটিশ সরকারকে অবহতি করার লক্ষ্যে গত ২৬সে জুলাই সকাল ১০টার সময় নরউইচের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় একটি হলে নরউইচ নর্থ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আলিচ ম্যাকডোনাল্ড এর সাথে এক মতবিনিময় ও স্মারক লিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সচেতন প্রবাসীবৃন্দ নরউইচ নরফোক এর ব্যানারে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরউইচ সিটি কাউন্সিলের নব নিযুক্ত স্যারিফ,কমিউনিটি ব্যক্তিত্ব ও একাউন্ট্যান্ট সিরাজুল ইসলাম,ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব তৌফিকুর রহমান লাকী,কাউন্সিলর ইফতেখার আলম মুকুল,কমিউনিটি ব্যক্তিত্ব ও সংঘঠক মহসিন মিয়া,তানবিন হাসান খয়ের,হাসান চৌধুরী,সৈয়দ রাসেল আহমেদ,সুহেল আহমেদ,লুৎফুর রহমান সাদিক,আবু তাহের বুলবুল,শহীদুল চৌধুরী মারুফ,হামজা উল্লাহ এনাম ও আব্দুল হামিদ খান সুমেদ।

দীর্ঘ এক ঘণ্টার আলোচনায় লেবার দলীয় সংসদ আলিচ ম্যাকডোনাল্ড বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন ঘটনার জন্য তাঁহার গভীর উদ্বেগ প্রকাশ করে পর্যায়ক্রমে ব্রিটিশ সংসদ সহ সরকারের উচ্চ পদস্থ পর্যায়ে সকলের সাথে বাংলাদেশ বিষয়ে বিশদ আলোচনার অবিব্যক্তি প্রকাশ করেন এবং সভা শেষে সোসিয়াল মিডিয়ায় তাঁহার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে নিম্নের লিঙ্কে https://www.facebook.com/share/Tg9pzGSxN6FpC2sW/?mibextid=WC7FNe
গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং যদি বাংলাদেশে কোন একজন ব্রিটিশ নাগরিকের জন্য উদ্বিগ্ন হন বা কনস্যুলার সহায়তার প্রয়োজন হয়,তাহলে অনায়াসে ব্রিটিশ সরকারের সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগের আহবান জানান।
জনতার আওয়াজ/আ আ
