বাংলাদেশে গণহারে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের নরউইচে ভিক্ষোভ সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২৯, ২০২৪ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২৯, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

আব্দুল হামিদ খান সুমেদ
বাংলাদেশে চলমান সর্বস্থরের শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলন প্রতিহত করার লক্ষ্যে সাধারণ ছাত্র/ছাত্রী সহ শত শত নিরপেক্ষ জনগণকে সরকার কর্তৃক নৃশংস হত্যা ও গনহারে নির্যাতন,গ্রেফতার ও হুমকির প্রতিবাদে গত ২৮সে জুলাই রোজ রবিবার বাংলাদেশ সচেতন নাগরিকবৃন্দ নরউইচ নরফোকের উদ্যোগে নরউইচ শহরের স্থানীয় স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্টে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
নরউইচের ব্যবসায়ী ও সংগঠক তৌফিকুর রহমান লাকির সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও সংগঠক সৈয়দ রাসেল আহমেদ এবং আব্দুল হামিদ খান সুমেদের যৌথ পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কাউন্সিলর গুরপ্রেট পদ্ধা,নরউইচ সিটি কাউন্সিলের নব নিযুক্ত স্যারিফ,কমিউনিটি ব্যক্তিত্ব ও একাউন্ট্যান্ট সিরাজুল ইসলাম,কাউন্সিলর ইফতেখার আলম মুকুল,প্রবীণ প্রবাসী হাজী উস্তার আলী,আব্দুল বাশির,দানা মিয়া,কামরুজ্জামান ইছবাহ,মুসা খান,আবুল হোসেন,আব্দুল আজিজ মুকিত,মোঃ হোসেন(চেয়ারম্যান),মোঃ শিহাব উদ্দিন,শামীম আহমদ কমিউনিটি ব্যক্তিত্ব ও সংঘঠক মহসিন মিয়া,হাসান চৌধুরী,সুহেল আহমেদ,লুৎফুর রহমান সাদিক,আবু তাহের বুলবুল,শহীদুল চৌধুরী মারুফ,হামজা উল্লাহ এনাম,শাহরিয়ার হুসাইন,আব্দুল মুমিন নাঈম,সৈয়দ মুমিনুল হুসাইন,ফলিক আহমদ,আব্দুর রফিক,সৈয়দ আশরাফুল আলম,রাসেল মিয়া,ফাহিম আহমদ(সানি)।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং সভার শেষে নিহত সকল শিক্ষার্থীদের বিদেহী রুহের মাগফেরাত,নির্যাতনের শিকার হয়ে আহত সকলের দ্রুত সুস্থতা এবং সর্বোপরি দেশে শান্তি ও গণতান্ত্রিক ধারা ফিরে আসার কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আব্দুল খালিক,সুহেল মিয়া,মামুন শিকদার,গোলাম কিবরিয়া চৌধুরী,মোঃ আদনান হোসাইন তারেক,আবু তাহের শিকদার,এবিএম নজরুল হুসেন রুহুল,মোঃ জুনেদ আহমদ তাপাদার,মোঃ মঈনুল খান,মোঃ আফজাল হুসাইন,রেজওয়ান হোসাইন,সাইফুল্লাহ আল মাসুম,আফজাল হোসাইন,সিদ্দিকুর রহমান রাফি,মনজুর আহমেদ,আতিক মিয়া,আরিফ আহমদ,লাকি মিয়া,মোস্তাক আহমদ চৌধুরী,আব্দুল করিম,মোঃ হাবিব হোসেন,মোহাম্মদ ওমর,ওবায়দুল্লাহ,আইয়ুব আলী,আবু তাহের,মোঃ মাহবুবুর রহমান শিপন,আব্দুস সুবহান চৌধুরী,মিজানুর রহমান নাঈম,জাকিরুল ইসলাম চৌধুরী,আব্দুল গফুর সুজন,আব্দুল হক,ইয়ামিম আহমেদ,শিপানুর রহমান,ফয়সল আহমদ,আব্দুল মালিক খান ইমরান,রিয়াজ বিন রফিক,শামসুল ইসলাম রিপন,মোঃ রুহুল ইসলাম,ইমরান আহমদ,ফাহমিদ আহমদ,সাদিক,তজম্মুল আলী,রায়ইয়ান,নয়ন,শামীম আহমদ,আবুল হোসাইন ও আব্দুল মুহিত প্রমুখ।

উপস্থিত সকল বক্তা তাদের বক্তব্যে প্রিয় মাতৃভূমির এ দুর্বিসহ অবস্থায় গভীর উদ্বেগ ও কঠিন শঙ্কার বহিঃপ্রকাশ করে যথাশিগ্রই এ এর উত্তরণের জন্য বর্তমান সরকার কে পদত্যাগের মাধ্যমে মধ্যকালীন একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিক্রমা পুনঃপ্রচলনের অনুরোধ জানান এবং যথাশিগ্রই ইন্টারনেট পুনঃবহাল করে সারা বিশ্বের প্রবাসীদেরকে তাঁদের মা-বাবা,ভাই-বোন সহ আত্মীয় স্বজনদের সাথে সাথে টেলি যোগাযোগ সহ তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
এবং সার্বিক আয়োজনের জন্য কাউন্সিলর ইফতেখার আলম মুকুল,কমিউনিটি ব্যক্তিত্ব ও সংঘঠক সৈয়দ রাসেল আহমেদ,সুহেল আহমেদ,লুৎফুর রহমান সাদিক,আবু তাহের বুলবুল,শহীদুল চৌধুরী মারুফ,হামজা উল্লাহ এনাম ও আব্দুল হামিদ খান সুমেদ এবং অনুষ্ঠান হোস্ট স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী দানা মিয়া,কামরুজ্জামান ইছবাহ এবং তৌফিকুর রহমান লাকির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জনতার আওয়াজ/আ আ
