বাংলামটর-শাহবাগ এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১৫, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১৫, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম ধাপের প্রথম দিনের অবরোধের সমর্থনে রাজধানীর বাংলামটর থেকে শাহবাগ অভিমুখে মিছিল করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা।
আজ বুধবার (১৫ নভেম্বর) অবরোধ কর্মসূচি পালনে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের শেষদিকে ছাত্রলীগ ও পুলিশ লাঠিচার্জের অভিযোগ উঠেছে। ঠিচার্জের অভিযোগ উঠেছে।
এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মীম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়াকে তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করে ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দিন নাছির।
তিনি বলেন, তাদেরকে নির্যাতনের পর রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রলীগ।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়া এবং সকল রাজবন্দীর মুক্তিসহ বিএনপির এক দফা দাবি আদায়ের ঘোষিত বিএনপি- জামায়াতের এ কর্মসূচি চলছে।
শাহবাগের মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় নেতা এমএম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, জুয়েল মৃধা, জকির উদ্দিন আবির, সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, ফারুক হোসেন, শাখাওয়াত আলী সূজার, মো. শাহেদ হাসান, মো. মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজ ছাত্রদলের জাফর উল্লাহ, সাইদুল হোসেন সাইদ, নুরুজ্জামান রাসেল, জিয়াউল হক জিয়া ও আরিফুর রহমান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুয়েল হোসেন, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ফেরদৌস আলম, জোবায়ের আহম্মেদ, তানভীর হাসান, ইয়াকুব হাসান সানি, মাহবুবুর রহমান সেজান, তানভীর আল হাদী মায়েদ, শামসুল আরেফীন, জাহিদুল ইলসাম জাহিদ, মুরসালীন ও শামীম মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের মিল্লাদ হোসেন, সাজিদ হোসেন, খালিদ, সিহাম, ইডেন কলেজ ছাত্রদলের জান্নাতুল ফেরদৌস, তেঁজগাঁও কলেেেজর ওবায়দুল হক সানি, আব্দুর রহমান, তিতুমীর কলেজের মেহেদী হাসান নিশান, রিমু হোসেন, কামাল হোসেন হৃদয়, মো. ফরহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আল-আমিন হোসেন, আল মিরাজ, মনিরুল ইসলাম মনির, আরিফ রায়হান হৃদয়, মো. নাজিম উদ্দিন, সাকিব হৃদয়, ঢাকা মহানগর পূর্বের বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, ওমর শেখ, মাহাবুব, ফারুক প্রমুখ।