বান্দরবানে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা বাঙালি ও পাহাড়ি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বান্দরবানে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা বাঙালি ও পাহাড়ি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

 

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। এ উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানে বাঙালিদের পাশাপাশি অংশ নিয়েছে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নানা রঙের পোশাক পরে অংশ নেন নারী-পুরুষ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন নেচে-গেয়ে শোভাযাত্রাকে আরো প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন পেশার মানুষ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও শোভাযাত্রায় অংশ নেয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, বান্দরবানে পাহাড়িদের সাংগ্রাই, বৈসু ও চানক্রান উৎসবও পালিত হচ্ছে। পাহাড়ি এলাকায় চলছে নানা আয়োজন, যার মধ্যে রয়েছে- জলকেলি, গড়াইয়া নৃত্য, ঐতিহ্যবাহী খেলাধুলা, পিঠা তৈরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ