বিএনপিতে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ-মাদক কারবারির ঠাঁই নেই: মুন্না - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪২, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিতে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ-মাদক কারবারির ঠাঁই নেই: মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই হুশিঁয়ারি উচ্চারন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেবেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমীতে এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না এসব কথা বলেন।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। গণতন্ত্রকে ধরে রাখতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে, সে রক্তের প্রতিদান দিতে হবে।’

আমাদের নেতা তারেক রহমান আহ্বান করেছেন দেশের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোন বৈষম্য থাকবে না একটা মাত্র জাতি থাকবে সেটা হল বাংলাদেশি। আমাদের প্রত্যেকের উৎসবমূলক অনুষ্ঠান আমরা একসাথে এক কাতারে করবো।

আমরা চাই, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেন, সবাইকে নিয়ে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

নেতাকর্মীদের আহবান জানিয়ে যুবদল সভাপতি আরও বলেন, আসুন আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকি যাতে বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ হয়।

মুন্না বলেন, এই বরিশাল,গৌরনদী ও আগৈলঝাড়ার সন্ত্রাসীদের গডফাদারের আবুল হাসনাত আব্দুল্লাহর পালিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের সময় যেসকল পুলিশ বাহিনী অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের মুখামুখি করতে হবে।

এসময় তিনি আরো বলেন এই বরিশালের এমপিকে জাহিদ ফারুককে মামলায় রিমান্ডে নেওয়া হয়নি আমরা এই ধরনের আইনের বৈষম্য চাই না।

আমাদের বার্তা একটা ঘড়ে বসে রাজনীতি করা যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যাান তারেক রহমানের বার্তা সকল নেতা কর্মীদের মানুষের কাছে যেতে হবে তাদের পাশে সব সময় থাকতে হবে।

বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় আমরা সঠিকভাবে সাংগঠনিক কার্যক্রম করতে পারি নাই বিভিন্ন বাধবিপত্তির জন্য এখন আমাদের সময় এসেছে দলের জন্য কাজ করার।

তিনি আরো বলেন আওয়ামী ফ্যাসিষ্ট দলের কোন ব্যাক্তি আমাদের দলে অনুপ্রবেশ করতে যেন না পারে সেদিকে যুবদলকে সজাগ থাকার জন্য আহবান করেন।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মসিউর রহমান মঞ্জর সভাপতিত্বে এবং মহানগর ভারপ্রাপ্ত যুবদল সভাপতি এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব খান মোঃ আনোয়ার ও মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমাউন কবীরের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com