বিএনপির নাম দিয়ে কেউ কোন অন্যায় কাজ করবেন না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউপির ভদ্রগাছায় ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গ্রামবাসীকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম বলেন, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ বিএনপির নাম দিয়ে কেউ কোন অপকর্ম ও সাধারণ মানুষকে হয়রানি করতে পারবেন না। যদি কেউ করেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন।
এতে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা যুব দলের সদস্য সচিব হাজী আবু কাউছার, কাইতলা দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আব্দুল লতিফ সরকার, বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, বিটঘর ইউনিয়ন কৃষক দলের আবু শামা, বিটঘর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহহার রানাসহ অন্যান্যরা।
এ সময় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া করেন। পরে গ্রামবাসীদের নিয়ে ইফতার করেন তারা।
জনতার আওয়াজ/আ আ
