বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৮, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলন মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ওইদিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাহ করে। আজ কোনও ধরণের বাধা-বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা গেছে।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা আড়াইটায় থেকে আনুষ্ঠানিভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপত্বি করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় উল্লাহে মেতে উঠেন সারাদেশের বিএনপির নেতাকর্মীরা। এরমধ্যে গতকাল মঙ্গলবার রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরি কাজ করে বিএনপি। প্রশাসনের কোনও ধরণের বাধা ছাড়াই নির্বিঘ্নে চালিয়ে যায়। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে সমাবেশস্থলে।

আজ বুধবার সরেজমিনে বিএনপির সমাবেশে স্থলে গিয়ে দেখা যায়, বদলে গেলে দলটির কার্যালয়ে আশাপাশের পরিবেশ। গত এক দশক ধরে দেখা যেত দলটির কার্যালয়ে ঘিরে চারপাশে থাকতো পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই দৃশ্যটি আজ চোখে পড়েনি।

এদিকে রাষ্ট্রপতির আদেশে মুক্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত বেনার-ফেস্টুন শোভা পাচ্ছে সমাবেশ স্থলের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বেনার-ফেস্টুন দেখা গেছে। সমাবেশকে কেন্দ্র করে মাইকও লাগানো হয়েছে রাজধানীর বিজয় নগর পানির ট্যাংকি পর্যন্ত।

সমাবেশে আগত বিএনপির নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে আসতে পথে-পথে বাধার সম্মুখীন হতাম। অনেক সময় হামলারও শিকার হতাম। এছাড়া সমাবেশস্থল থেকে কিংবা আসা-যাওয়ার পথ থেকে গ্রেফতার হওয়ার সম্ভবনা থাকতো। আজ সেই ভয় নেই। গত কয়েক দিন নিজ বাসা-বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছি। গ্রেফতারের ভয় ছিল না।

এদিকে সমাবেশ মঞ্চের মাইক থেকে বলা হয়েছে- আগে আমরা যখন সমাবেশ করতাম, তখন অনেক বাধার মধ্যে পড়তাম। অনুমতির জন্য বারবার প্রশাসনের কাছে ধরনা দিতে হতো। এরপর অনুমতি পেলেও মঞ্চ তৈরি করতো ১-২ ঘণ্টা আগে। আজ আমরা মুক্ত। বিজয় অর্জন করেছি। এখন অনেক সুযোগ সন্ধানী দলে ভিড়তে চাইবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না।

মঞ্চ থেকে নেতাকর্মীদের বিচারপতির বাসভবন, পল্টন থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ