বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ওয়াশিংটন ডিসি বিএনপি'র উদ্যোগে আলোচনাসভা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ওয়াশিংটন ডিসি বিএনপি’র উদ্যোগে আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

 

সেপ্টেম্বর ৯, ২০২২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ভার্জিনিয়ায় অবস্থিত সুফিয়া ইন্সিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অডিটোরিয়ামে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি, ওয়াশিংটন ডিসি শাখার সভাপতি হাফিজ খান সোহায়েলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মাদ শফিক মোল্লাহ্ । এসময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের রুহের মাগফিরাত এবং মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
বাংলাদেশ’র জাতীয় সংগীত এবং বিএনপি’র দলীয় সংগীত পরিবেশনার পর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নাজিউর রহমান নিক্সন, মানবাধিকার সম্পাদক মোঃ মহসিন মিয়া, ভারজিনিয়া বিএনপির সদস্য মোঃ কায়ুম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব ,ভারজিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ, ওয়াশিংটন ডিসি শাখার সহসভাপতি মখলেসুর রহমান লিটন, মজনু মিয়া, কাজী এম রহমান,হোসেন শহীদ সোহরাওয়ারদী, ভারজিনিয়া শাখা বিএনপির আহবায়ক জহির খান ও ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ।
সভাপতির বক্তব্যে বিএনপি ,ওয়াশিংটন ডিসি শাখার সভাপতি হাফিজ খান সোহায়েল বলেন,বাংলাদেশি জাতীয়তাবাদ, ১৯ দফা কর্মসূচি, স্বনির্ভর অর্থনৈতিকনীতি, বহুদলীয় গণতন্ত্র, বাক, ব্যাক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, উন্নয়ন-উৎপাদনের রাজনীতি, ছাত্র-যুব-নারী-কৃষক-শ্রমিক-ব্যবসায়ীদের কল্যাণে বাস্তব ভিত্তিক কর্মসূচির কারণেই শহিদ জিয়া জনগণের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। সে কারণেই আওয়ামী লীগ শহিদ জিয়াকে ভয় পায়, সহ্য করতে পারে না তাঁর আকাশচুম্বি জনপ্রিয়তাকে। বর্তমান আওয়ামী দু:শাসন গুম, খুন , দুর্নীতি থেকে বাংলাদেশএর জনগণকে মুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে চলমান আন্দোলনকে প্রবাসে আরো বেগবান করতে উপস্থিত নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিএনপি, ওয়াশিংটন ডিসি শাখার সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান জনি ও প্রচার সম্পাদক রিজওয়ান আনসারি পল্লব’র সার্বিক পরিচালনায় সংগীত পরিবেশন করেন মাহবুবা কাইয়ুম, জহিরুল ইসলাম, তালহা রহমান , হেলেনা আক্তার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্ট নিউজ’র সম্পাদক মুশফিকুল ফজল আনসারি,, জাহিদ খান, মোশাররফ হোসেন, আরিফুল ইসলাম, মোঃ জাকির হোসেন , মোঃ শাহজাহান সিরাজ, জহিরুল ইসলাম, নূর বাহাদুর, মোহাম্মদ সালাহ উদ্দিন ভূইয়া, কবিরুল আলম খান, আলী .মোস্তাফিজুর রশিদ কাজল,রেজাউল করিম ,মোহাম্মদ শফিক মোল্লা, মনিরুল ইসলাম ,হাসান, ফারহানা মইনুদ্দিনসহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ