বিএনপি ছেড়ে অন্য দলে যোগ দেব না : মঞ্জু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:০৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
তৃণমূল বিএনপিতে নজরুল ইসলাম মঞ্জু যোগ দিচ্ছেন বলে গুঞ্জন ওঠে। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে তিনি এ দৃঢ় ঘোষণা দেন।
বিবৃতিতে মঞ্জু বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে আমি শহীদ জিয়ার আদর্শে ও খালেদা জিয়ার স্নেহে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। রাজনীতির ৪৫ বছরের শত পরীক্ষায় উত্তীর্ণ একজন বিশ্বস্ত নেতা হিসেবে বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যোগদানের প্রশ্নই আসে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসা, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল করতে রাজপথের কর্মী হিসেবে যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত রয়েছি। মিথ্যা, অপপ্রচার সম্পর্কে দল এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’
জনতার আওয়াজ/আ আ
