বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

দেশব্যাপী গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে সুবিদ বাজারে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে।

দুপুর ১টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশ বিক্ষোভকারীদের দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ২০০-৩০০ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারের দিকে যান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ