বিজয় আসবেই - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৫, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজয় আসবেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

 

সাঈদ তুমি তো পতাকা
তুমি মানচিত্রের শ্লোগান
তোমার বুকের তাজা রক্ত
একুশ,একাত্তুরের নাম।
২৪ সালে দেখালে তুমি
৫২’র ভাষা আন্দোলন
৭১’র মুক্তিযুদ্ধের বিজয়
অধিকারের জন্য জীবন দিলো যারা
সাঈদই সবার নাম।
সাঈদ তোমার সাহস
গোটা বাংলার ছাত্র সমাজ।
কালজয়ী ইতিহাসের মহানায়ক
যাদের রক্তে লেখা শহীদের নাম।
তোমরা জাতির বীর সন্তান
ভুলবে না কেউ তোমাদের নাম।
৫৩ বছর পর তোমরা এসেছো
নতুন ভাসানী, শেরে বাংলার প্রতিচ্ছবি হয়ে
জেগে উঠেছে সারা বাংলা তোমাদের পেয়ে।
রক্তে লেখা তোমাদের নাম
হৃদয় ছুঁয়েছে ১৮ কোটি জনতার।
মায়ের ডাক সাঈদ কান পেতে শোন
বিজয়ের হাসি হাসবে ছাত্র সমাজ।
ভালো থেকো ওপারে সাঈদ
তোমার পথে আমিও প্রস্তুত
মুক্তির স্লোগান আর মশাল মিছিলে।
আজও ১১ জন শহীদ তোমার পথে
রক্তের সাগরে লাল- সবুজের পতাকা উড়ে।
বিজয় আসবেই, আসবে।
মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার সমিতি

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ