বিদেশিরা নিষেধাজ্ঞা আরোপ করছে, এটা আমাদের জন্য লজ্জার: গণফোরাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি ও জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য বিদেশিরা আজ আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এটা আমাদের জন্য লজ্জার। সরকারের উচিত, অবিলম্বে জনগণের দাবি মেনে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে জনগণ বিজয় ছিনিয়ে আনবে।’
শনিবার (২৭ মে) বিকেলে রাজধানীর আরামবাগে গণফোরাম চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নিত্যপণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিরোধী মতের সভা-সমাবেশে হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন, ‘এ দেশের জনগণ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন চায় না। কারণ, এ ধরনের নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, ভোটও সুষ্ঠু-নিরপেক্ষ হয় না। গণতন্ত্রের জন্য যুদ্ধ করে স্বাধীন হওয়া এ দেশে জনগণ আর কোনো অগণতান্ত্রিক নির্বাচন হতে দেবে না।’
বিপিপির মহাসচিব আব্দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচনী ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমেরিকার হুঁশিয়ারি শুনতে হয়। এটা আমাদের জন্য লজ্জার, হতাশার। এখনই ক্ষমতাসীনদের উচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’
গণফোরামের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন—গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু; বিপিপির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান, নাজমা আক্তার, কামাল আহমেদ, রানী শেখ, হারুন অর রশিদসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ
