বিপ্লব ও সংহতি দিবসে’ মিশিগান বিএনপির আলোচনা সভা – জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৩, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপ্লব ও সংহতি দিবসে’ মিশিগান বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৭:২১ অপরাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‌‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন পালন করছে মিশিগান বিএনপি। রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় হ্যামট্রামিক সিটির কাবাব হাউজের হলরুমে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দেওয়ান আবু হুরায়রা।

সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা ইউসুফ কামাল, রাজু আহমদ তালুকার, তারেক আহমেদ চৌধুরী, মো.জিলাল উদ্দিন, সাইফুল ইসলাম মানিক, সামসুজ্জামান বাবলু, ময়নুল হক, ওয়াসিমুজ্জামান রনি, মঞ্জুরুল করিম তুহিন, মোস্তাক আহমদ, মেহেদী হাসান শরীফ, পারভেজ আহমদ, রেজাউল হাসান, কামাল হোসেন লিলু।

এসময় আরও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন চৌধুরী লিটু, শাহাদত হোসেন মিন্টু, মওদুদ চৌধুরী, রিপন লস্কর, মামুনুর রেজা সায়েল, মো.শাহাজান হিটলার, তাহের চৌধুরী, রেজাউল করিম, জুবায়ের হাসান, কাদের আজাদ, ইমাদ উদ্দিন, মারুফ খান, গিয়াস তালুকদার, ইলিয়াস চৌধুরী, আব্দুস শহিদ, বাবুল আহমদ, আব্দুল বাসিত, ফয়সল আহমদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান, আব্দুল মাকিত পন্নি, গোলাম কিবরিয়া, সোহেল আহমদ, সারোয়ার হোসেন, আশরাফুল ইসলাম রাসেল, সুবিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন,৭ নভেম্বর বিপ্লবের মাধমেই দেশে বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পাওয়া গিয়েছিল।এই বিপ্লবের মাধ্যমে জাতি পেয়েছিল একজন রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানকে।জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির দ্বারপ্রান্তে নিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। তাই আমাদের জাতীয় জীবনে এই দিবসের গুরুত্ব অপরিসীম।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ