বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের প্রতি তারেক রহমানের জরুরী বার্তা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের প্রতি তারেক রহমানের জরুরী বার্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ

 

লন্ডন (১৯ জুলাই) : আপনারা প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কমবেশি জানেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর র্যাব- পুলিশ-বিজিবি এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত কমপক্ষে অর্ধশত ছাত্রছাত্রী শহীদ হয়েছে। কয়েকশো ছাত্রছাত্রীর অবস্থা আশংকাজনক। দশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে আহত করা হয়েছে। তবে হাসিনার খুনীবাহিনীর তান্ডবে সারাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি। গণমাধ্যমে/ হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে দেয়া হচ্ছেনা।
প্রবাসী বাংলাদেশী প্রিয় ভাই ও বোনেরা
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মাফিয়া হাসিনার খুনীবাহিনীর তান্ডবে দেশে প্রায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। ছাত্রছাত্রীরা সারাদেশে হাসিনার খুনীবাহিনীর বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে। গণ প্রতিরোধ সামাল দিতে খুনি হাসিনা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে। বেসরকারি গণমাধ্যমেও দেশের প্রকৃত চিত্র প্রচার করতে পারছেনা। বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দেশের অভ্যন্তরে একের সঙ্গে অপরের কিংবা এক এলাকা থেকে আরেক এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বহির্বিশ্ব থেকেও বাংলাদেশ এই মুহূর্তে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রবাসী বাংলাদেশী প্রিয় ভাই ও বোনেরা
আমি আশংকা করছি, বাংলাদেশকে বহির্বিশ্ব এবং একইসঙ্গে দেশের অভ্যন্তরে এক এলাকা থেকে আরেক এলাকার যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়ে সারাদেশে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উপর ক্র্যাকডাউন চালানো হচ্ছে। দেশের নিরস্ত্র ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উপর হাসিনার খুনি বাহিনীর ক্র্যাকডাউন ৭১ সালের ২৫ মার্চের কালরাতের ক্রাকডাউনকেও হার মানাতে চলেছে। বিভিন্ন সূত্র বলছে, হাসিনার খুনীবাহিনী রাজধানীসহ দেশের বিভিন্ন শহর নগর বন্দরে টহল দিচ্ছে। ছাত্রী ছাত্রী এবং তাদের অভিভাবকদেরকে হয়রানি করছে। অনেককে ধরে নিয়ে যাচ্ছে। গ্রেফতার করছে। নির্যাতন করছে।
প্রবাসী বাংলাদেশী প্রিয় ভাই ও বোনেরা
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতাকামী মানুষের উপর হানাদারবাহিনীর নির্যাতন নিপীড়ণের কথা বিশ্বের বিভিন্ন দেশের সরকার, জনপ্রতিনিধি, মানবাধিকার সংগঠনসহ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরেছিলেন। বর্তমান বাংলাদেশেও প্রায় একই পরিস্থিতি বিরাজমান। বাংলাদেশের জনগণ সকল সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারিয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবি জানালেও খুনি হাসিনা তাদেরকে হত্যা করছে। এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা হাসিনার খুনীবাহিনীর বিরুদ্ধে সাধ্যমতো তুমুল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। ৭১ সালে ছিল স্বাধীনতা অর্জনের লড়াই আর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই।
সুতরাং, প্রবাসী বাংলাদেশী সকল ভাই বোনদের প্রতি আহবান, আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে বাংলাদেশে বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। সঠিক সময়ে আপনাদের সঠিক তৎপরতা এবং বিচক্ষণ সিদ্ধান্তের কারণে খুনি হাসিনার হাত থেকে রক্ষা পেতে পারে আপনার ভাই বোন বন্ধু স্বজনের প্রাণ। বেঁচে যেতে পারে একটি পরিবার। এমনকি সুসংহত হতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ