বেক্সিমকোর শ্রমিকদের পাওনা ৯ মার্চ থেকে দেয়া হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেক্সিমকোর শ্রমিকদের পাওনা ৯ মার্চ থেকে দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৪টি প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক কাজ করেন। তাদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে শ্রমিকদের। এরমধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে অর্থ বিভাগ, ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয়ের তহবিল এবং ২০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংকের তহবিল।

উপদেষ্টা বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে যেই ১৩টি ব্যাংক ঋণ দিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনবে সরকার। এ ব্যাপারে অত্যন্ত কঠোর এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি।

এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেইট ফরোয়ার্ড লোক। তিনি যা বলেছেন তা বুঝেশুনে, চিন্তা ভাবনা করেই বলেছেন। এ বিষয়ে আমার বক্তব্য দেয়া ঠিক নয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ