বেনাপোলে শহীদ আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহর পরিবারের পরিবারের মাঝে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন ও তারেক রহমানের পক্ষ ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪ টার দিকে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ আলহাজ্ব নূরুজ্জামান লিটন শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি বড় আঁচড়ায় তার বাবা আব্দুল জব্বার ও মাতা মোসা. মাবিয়া খাতুনের হাতে এ উপহার পৌঁছে দেন।

একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয়।

এ সময় শার্শা উপজেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মো নাসিম জামান রিফাত এবং বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখা-পড়া করতো। আশা ছিল, ছেলে লেখাপড়া শেষ করে একটা চাকরি করে আমাদের শেষ বয়সে দেখা শোনা করবে। সে আশা পূরণ হলো না। তার মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই।

তিনি আরও বলেন, বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ