বেবী সাউ-র কবিতা : আবহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

১.
তোমাকে চেয়েছি বলে একেকটি পথ রাধা হয়ে ওঠে
আলো ভেবে
গান ভেবে
মরা গাছে জল দিই
ভাবি, জন্ম থেকে উঠে আসা জন্ম অধিক বিরহকালে
তোমাকেই দেবতা ভেবে
আবাসন পাতে
যে ঘর আজন্ম বিপ্লবের
শহীদ বেদী কী বোঝে
বাঁশি আর বাঁশের তফাৎ
জন্ম কেঁদে ওঠে…
২.
তুমি সেই পাঠযোগ্য শব্দ ভেবে
প্রতিটি রাতের কাছে অক্ষর সাজাই
ছন্দ ছিঁড়ে যায়
ভেঙে যায় আজন্মের সত্য ও সাধনা
বেদ ও বিধির কাছে শ্যামাপদ রাখি,
শরীরেও হাঁফ ধরে
অথচ জলের খোঁজে হেঁটে যায় দূরের নদীটি
সস্তা দরে বিক্রি হয় শহরের জনপদ, ঘন অন্ধকার
বছর ফুরালে দেখি মধুকর ডিঙার ওপর
শুয়ে আছে বাংলা কবিতা
মৃদুচোখ! চেয়ে আছ তুমি
জনতার আওয়াজ/আ আ
