ব্যাংক ডাকাত আর ভোট ডাকাত একই: তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩১, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যাংক ডাকাত আর ভোট ডাকাত একই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বান্দরবানসহ সারা দেশে ব্যাংক ডাকাতির ঘটনা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটছে। এদের সঙ্গে ভোট ডাকাতদের কোনো পার্থক্য নেই। সব একই লোক। ভিন্ন ভিন্ন রুপে এসব কাজ করছে।’

আজ বৃহস্পতিবার জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট ডাকাতদের একটা ছাত্র সংগঠন আছে ছাত্রলীগ। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা দেশে মানুষের ব্যাবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করছে।’

প্রশাসনের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘ভোট ডাকাত সরকার সারা দেশের প্রশাসনকে দলীয় প্রশাসনে পরিণত করেছে। এরা সাধারণ মানুষের কোনো উপকারে আসে না। মানুষকে নানাভাবে নির্যাতন করে তাদের কাছ থেকে অর্থ লুটে নেয়। আর এরা শুধু পারে শুধু বিএনপিসহ বিরোধীদলীয় রাজনীতিবিদদের নামে মিথ্যা মামলা দিতে, হয়রানি করতে।’

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ডের ঘটনা ঘটেছে। এভাবে তারা উন্নয়নের নামে বিভিন্ন মেগা প্রকল্প নেয়। এসব প্রকল্পের ব্যয় তিনগুণ, চারগুণ বাড়িয়ে দেখায়। এরপর লুটপাট করে।’

শেয়ার মার্কেটের বিষয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে প্রায় ১ লাখ কোটি টাকা নাই হয়ে গেছে। এভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিদেশে টাকা পাচার করা হয়েছে। ব্যাংকগুলোর লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। সমস্ত সেক্টরে যারা লুটপাট করছে তাদের সবার সঙ্গে একজনের ছবি রয়েছে। তিনি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আশ্রয়-প্রশ্রয়ে এসব কাজ হচ্ছে।’

নেতাকর্মীদের নির্যাতনের চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে সারা দেশে বিএনপিদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে। নেতাকর্মীদের খুন, গুম করা হচ্ছে। সারা দেশে লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। কী তাদের অপরাধ? অপরাধ একটাই ভোট ডাকাতির সমালোচনা করা। ভোট ডাকাতির প্রতিবাদ করায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ