ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি বন্ধ করুন: ন্যাপ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি বন্ধ করুন: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
ভোজ্যতেল নিয়ে তেলেসমাতি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, সরকার নানা উদ্যোগ নিয়েও ভোজ্যতেলের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হচ্ছে। আবারও ভোজ্যতেলের দাম ১২ টাকা বাড়ানোর সিদ্ধান্তে— স্পষ্ট যে সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ। সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে তেলের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

তারা আরও বলেন, করোনায় জনজীবন বিপর্যস্ত, বেকারত্ব, গরিব বাড়লেও সরকারি দলের নেতাদের লুটপাট অব্যাহত রয়েছে। সরকার বাজারসহ কোনো কিছুর নিয়ন্ত্রণ করতে পারছে না। লুটেরা ব্যবসায়ীরা যা খুশি তাই করছে। ব্যবসায়ীরা একেক সময় একেক পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আদা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষ যখন অতিষ্ঠ, তখন আবারও ভোজ্যতেলের দাম বৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিসহ করে তুলবে।

সরকারের মনে রাখা উচিত লুটেরা ব্যবসায়ারীরা সাধারণ মানুষের কথাভাবে না। তারা শুধু লুট করতে চান। ভোজ্যতেল সিন্ডিকেট সরকারের দুর্নীতিবাজদের সমর্থন নিয়ে তেলের দাম বাড়িয়েই চলছে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা জনগণের পক্ষে থাকবে, নাকি লুটেরা ব্যবসায়ীদের পক্ষ নেবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ