ভোটচোর সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না: টুকু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
ভোটচোর সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, কথা একটাই- ভোটচোর সরকারের পতন ঘটাতে হবে, এবার আমাদের জয়ী হতেই হবে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ভোটচোর, স্বৈরাচার, অবৈধ, অনির্বাচিত শেখ হাসিনাকে বিদায় দেয়ার জন্য। বাংলাদেশের মানুষ ভোটচোরকে ধরার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ভোটচোরদের সময় শেষ, জনগণের বাংলাদেশ।’
তিনি বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’
যুবদল সভাপতি বলেন, ‘মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। সবাইকে সর্বশক্তি নিয়ে রাজপথে নামতে হবে। এই সরকারকে বিদায় করতে হবে।’
জনতার আওয়াজ/আ আ
