ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ছাত্র-জনতা জীবন দেয় নাই : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১৯, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ছাত্র-জনতা জীবন দেয় নাই : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

 

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

‘ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ছাত্র-জনতা জীবন দেয় নাই’ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘতর করতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র চলছে।’

রোববার (১৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মীসভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, ‘অন্তবর্তী সরকারের কতিপয় উপদেষ্টা নির্বাচনের আওয়াজ শুনলেই অস্থির হয়ে পড়েন। তারা ফ্যাসিবাদের মন্ত্রীদের মতো নির্বাচিত না হয়েও নিজেদেরকে নির্বাচিত বলছেন, নির্বাচন ছাড়াই পাঁচবছর ক্ষমতায় থাকার আশা করছেন, নির্বাচনের ডেটলাইন নিয়ে প্রধান উপদেষ্টার এক বক্তব্য একঘণ্টায় চারবার সংশোধন করে গণমাধ্যমে পাঠানো হয়, এসব জনগণকে হতাশ করছে এবং সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না বলে যারা ছবক দিচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তাদের ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জনগণ গুম খুনের শিকার হয়ে ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং জুলাইয়ে ছাত্র-জনতা গণঅভ্যুথান করে নাই। শুধু নির্বাচনের জন্য ছাত্র-তরুণেরা জীবন দেয় নাই বলে যারা চিৎকার করছেন, তাদের উদ্দেশ্যে বলি- অবাস্তব ও জনসম্পৃক্তহীন সংস্কারের নামে বিতর্ক সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য প্রলম্বিত করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। বিএনপি সংস্কার চায় এবং আওয়ামী ফ্যসিবাদের অগ্নিগর্ভে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছে।

তিনি আরো বলেন, ‘যারা বলেন, বিএনপি নির্বাচিত হয়ে সংস্কার করবে না, তারা আওয়ামী গোষ্ঠীর মতো মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন।’

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অবিলম্বে রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, ‘অন্যথায় বিএনপি জনগণকে সাথে নিয়ে তার পথ খুঁজে নিতে বাধ্য হবে।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ