ভোলায় চুরির অভিযোগে চোখ তুলে দিল গ্রামবাসী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় চুরির অভিযোগে চোখ তুলে দিল গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৩৮) নামের এক ব্যক্তির দুই চোখ তুলে ফেলেছে বলে অভিযোগ গ্রামবাসী।

গত রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রাম পুলিশ তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়।

আহত মিন্টিজ ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছিডু চোরার ছেলে। কয়েক বছর আগে কারাগারে ছিড়ুর মৃত্যু হয় বলে জানাযায়।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, মিন্টিজ চোর চক্রের সরদার। তবে তাঁর স্ত্রী ফাতেমা বেগম বলেছেন, সন্দেহজনকভাবে তাঁকে তুলে নিয়ে মারধরের করে হাত-পা ভেঙ্গে দেওয়া ও দুই চোখ তুলে ফেলা হয়েছে। মাঝের চর এলাকার মো. সাকিব ও তাঁর দলবল এ কাজে জড়িত বলে অভিযোগ করেন ফাতেমা।

এলাকাবাসী জানান, মিন্টিজের পরিবার বহু আগে থেকে চুরি-ডাকাতির ঘটনায় জড়িত। তাঁর বাবা ছিডু ছিলেন পেশাদার চোর। মিন্টিজ ভোলার দক্ষিণাঞ্চলজুড়ে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত তারা। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাড়িতে চুরি হয়। রোববার সকালে মিন্টিজকে চর আরকলমী গ্রামের নিজের বাড়িতে এলাকাবাসী দেখতে পেয়ে ধাওয়া করে এবং জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করে। পরে তাকে ওই গ্রামের বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়া এবং দুই চোখ তুলে ফেলা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ সোরহাব হোসেন কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগম বলেন, মাঝেরচর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে সাকিবের নেতৃত্বে লোকজন ধাওয়া করে জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে মিন্টিজকে আটক করে। পরে তাঁকে বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং চাকু দিয়ে খুচিয়ে দুই চোখ তুলে ফেলে।’ ঘটনার সময় উপস্থিত থাকলেও ভয়ে পরিচয় দিতে পারেননি বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে মো. সাকিব বলেন, মিন্টিজ পেশাদার চোর এবং চোর চক্রের সরদার। স্থানীয়রা তাকে দেখে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই এবং চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।

চরফ্যাশন হাসপাতালে জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ‘মিন্টিজ নামের ওই ব্যক্তির হাত-পা ভেঙ্গে দুই চোখ তুলে ফেলা হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ