মতিঝিলে কমিটি নেই, সভাপতির পরিচয়ে চাঁদাবাজি করা ব্যক্তির নামে বিএনপির মামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) মতিঝিল থানায় এ মামলা করা হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

পোস্টে আরও বলা হয়, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মতিঝিল থানার কোনো কমিটি নেই। কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই। কমিটি গঠন করার লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে। ভিডিওতে ওই দুর্বৃত্তের বিরুদ্ধে মতিঝিল থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত হয়ে তাকে আইনের আওতায় আনতে মামলা দায়ের করছেন।
জনতার আওয়াজ/আ আ
