মমেক হাসপাতালে অসহায় রোগী ও পথচারীদের মাঝে যুবদল ও ছাত্রদলের ইফতার বিতরন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রুগী ও তাদের স্বজনদের মাঝে জেলা যুবদল ও ছাত্রদলের ইফতার বিতরন করা হয়েছে।
জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনি এর সার্বিক তত্বাবধানে আজকের এই ইফতার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

এ সময় মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি,তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার বিতরন করা হয়।
বক্তারা রোজার তাৎপর্য নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ দক্ষিন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু সাঈদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল আমিন খসরু,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল কবীর মামুন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান,জেলা যুবদল সহ সভাপতি শাহেদ আলী মানিক,জেলা ছাত্র দলের সহ সভাপতি এস এম দেলোয়ার জাহান সহ বিএনপি,যুবদল, ছাত্রদল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ
