ময়মনসিংহে উধাও ছাত্রলীগ, রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ঐক্যবদ্ধ ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ
আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে ২১ আগষ্টেও ময়মনসিংহের কোথাও নেই ক্ষমতার ফ্রন্টলাইনে থাকা ছাত্রলীগের দাপুটে নেতারা। তবে দীর্ঘ সময় গায়েবি মামলা-হামলায় নির্যাতিত বিরোধী ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই নানা কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে দাপিয়ে বেড়াচ্ছে রাজপথ। এতে এক সময়ে হতাশ হয়ে পড়া কর্মী-সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।
বুধবার (২১ আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর রাজপথে এভাবেই সরব দেখা গেছে বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদলের নেতাকর্মীদের।
এ সময় তারা বিগত ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। এই আন্দোলনের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের বর্তমান সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ রবিন, দক্ষিন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দাউদ রায়হান ও উত্তর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ।
এর আগে নগরীর টাউন হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী শ্লোগানে শ্লোগানে গণহত্যার নির্দেশদাতা ও জড়িতদের বিচার দাবি করেন।
সংগঠন সূত্র জানায়, অতীতে ময়মনসিংহ ছাত্রদলের পৃথক পৃথক ৩টি ইউনিট খন্ড খন্ড গ্রুপে বিভক্তি থাকলেও বর্তমানে তারা একাট্টা হয়ে রাজপথে সরব রয়েছে। এতে গ্রুপিং বেকায়দা থেকে রেহায় পাওয়া সাধারন কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
অপরদিকে গত ৫ আগষ্টের আগে ক্ষমতার ফ্রন্টলাইনে থাকা ছাত্রলীগের দাপুটে নেতারা নগরীর সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বালুঘাট, বাজার থেকে শুরু করে সর্বত্রই একক আধিপত্য বিস্তার করলে চলছেও এখন কোথাও নেই ছাত্রলীগের সেইসব দাপুটে নেতারা। গ্রেপ্তার আতঙ্কে তারা সবাই এখন লাপাত্তা। ফলে বিগত ১৫ আগষ্ট এবং আজ ২১ আগষ্টের কোন কর্মসূচি পালনে নগরীর কোথাও দেখা যায়নি ছাত্রলীগ নেতাকর্মীদের। এমন দাবি একাধিক ব্যক্তির।
এসব বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ রবিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন। ক্ষমতার বলয়ে থেকে তারা সাধারন শিক্ষার্থী ও জনগনের ওপর হরহামেশাই জুলুম অত্যাচার চালিয়েছে। কিন্তু ছাত্রদল সন্ত্রাসী কর্মকান্ডে বিশ^াস করে না। আমাদের কোন নেতাকর্মী সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল না, এখনো নেই। এ ধরনের কর্মকান্ডের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষনিক সাংগঠনিক ব্যবস্থা করা হবে।