ময়মনসিংহে তারাকান্দা বিএনপির নবগঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৮, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে তারাকান্দা বিএনপির নবগঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর বিএনপির সাবেক সদস্য ও ১নং তারাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক মজি।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৯ই ফেব্রুয়ারী মোতাহার হোসেন তালুকদারকে আহবায়ক ও আব্দুস সালাম তালুকদারকে সদস্য সচিব করে তারাকান্দা উপজেলা বিএনপির ৯৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে উত্তর জেলা বিএনপি। যে কমিটিতে বিগত দিনে বিএনপির রাজনীতি করে হামলা মামলার স্বীকার হয়ে জেল জুলুম নির্যান সহ্য করেছেন তারা বাদ পরেছেন, পক্ষান্তরে বিতর্কিতরা নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন।

আন্দোলনকারীদের দাবী বিতর্কিত পকেট কমিটি বাতিল করতে হবে, অন্যথায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান মোস্তফা, বানিহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা মিজানুর রহমান লুলু বেগ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিবুল আহসান রাকিব, তারাকান্দা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন বোরহান, কামারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি বজলুর রশিদ, উপজেলা বিএনপি নেতা তাপস পাল, রফিকুল ইসলাম খান, এনায়েত কবির প্রমূখ।

এসময় বক্তারা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করার আহবান জানান, অন্যথায় তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ