ময়মনসিংহে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম রফিক,ময়মনসিংহ,প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদরের মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য এবং অর্থ সম্পাক সায়েদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফিয়া খাতুন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,শিক্ষক নেতা নুরুল হক,আনোয়ারুল ইসলাম মিলন,মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সভায় জেলার ১৩ উপজেলা থেকে আগত শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। পরে জেলা শাখার নেতৃবৃন্দ বিভাগীয় উপপরিচালক আলী রেজা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিগত সময়ে বঞ্চিত শিক্ষকদের নানা কাজে সুবিধা দেয়ার অনুরোধ জানান। পরে রাজনৈতিক প্রভাবে দখলে নেয়া সমিতির কার্যালয়ের জায়গাটি শিক্ষকগন ব্যানার টানিয়ে নিজেদের আয়ত্বে নেন।